স্মার্টফোন কেনার আগে যে বিষয় গুলো সবার জন্য জানা সবচেয়ে বেশি জরুরি












কি কি বিষয় মাথায় রেখে smartphone কিনবো?
processor:
বাজারের ফোনগুলোতে মূলত নিচের পাচঁ ধরনের মোবাইল প্রসেসর পাওয়া যায়।
1.Apple bionic.
2.Qualcomm Snapdragon.
3.Hisilicon kirin(Huawei).
4.Exynos (Samsung).
6.Mediateck Helio.
Mediateck বাদ দিয়ে যেকোন প্রসেসর এর ফোন কিনতে পারেন।
তবে যে প্রসেসরই নেন না কেন, সেটার ভিতর লেটেস্ট এবং কোন সিরিজ এর তা দেখে নিবেন।
(বিস্তারিত কমেন্ট এ)।
ক্যামরা:
Megapixel এর চিন্তা বাদ দিয়ে অ্যাপাচার দেখে ফোন কিনুন।অ্যাপাচার যত কম সেই মোবাইলের ক্যামেরা তত ভাল।বাজারে ফোনগুলোতে মূলত অ্যাপাচার( f/2.2 or f/2.0) দেখা যায়।তবে ভালো ফোন গুলোতে (f/1.7- f/1.9) দেখা যায়।তাই অ্যাপাচার যত কম তত ভালো মানের ক্যামেরা পাওয়া যায়।
Dual camera .প্রতিটার আপ্যাচের কত?
তাছাড়া HDR(high dynamic range) mode আছে কিনা?
LED flash আছে কিনা? Duel flash থাকলে আরও ভাল হয়।
OIS(optical image stabilization) আছে কি না?
4k মানের ভিডিও করা যায় কিনা?
কত fps(frame per second) এ ভিডিও করা যায় এগুলো দেখে দিন।
এছাড়া microsoft এর zeiss লেন্স এক কথায় অসাধারন।
RAM:
RAM এর ব্যাপার টা সম্পূর্ন আপনার উপর নির্ভর করে।তবে 3GB RAM বর্তমান সময়ের জন্য একেবারে perfect.
(বিস্তারিত কমেন্ট এ)।
CPU:
বর্তমানে ফোনগুলোতে অক্টাকোর প্রসেসর দেখা যায় তবে normal কিছু ফোনগুলোতে quad-core processor দেখা য়ায়।অব্যশ্যই অক্টাকোর নিবেন এবং প্রসেসর speed দেখে নিবেন।
GPU:
Graphics processing unit .যদি আপনি মোবাইলে প্রচুর গেম খেলে থাকেন তবে অব্যশই GPU দেখে নিবেন।
বাজারে Adreno অথবা Mali এই দুই ধরণের GPU পাওয়া যায় । তবে Adreno ই better.
তবে যে টাই নেন না কেন লেটেস্ট এবং কোন সিরিজ এর তা দেখে নিবেন।
Display :
Size আপনার উপর নির্ভর করে তবে 5.7" অথবা 6.0" যেটাই নেন না কোনো 18:9 ratio এর ফোন গুলো ভালো হয়।
বাজারে IPS , Amoled,Optic amoled ,Super amoled প্রযুক্তির display পাওয়া যায়। তবে যেটাই কিনেন ডিসপ্লে রেগুলেশন ,HD অথবা FULL HD, 4K দেখে নিবেন।
ডিসপ্লে ডেনসিটি কত PPI ? এটা অব্যশই দেখে নিবেন ?
ppi যত বেশি ডিসপ্লে তত ভালো।
এছাড়া ডিসপ্লে রিফ্রেশ রেট কত হার্জ এটা দেখে নিতে পারেন।
refresh rate যত বেশি ফোন তাতো smootholy কাজ করবে।
যারা গেম খেলেন তারা এটা অব্যশই দেখে নিবেন।
ROM :
ROM মোটামোটি সাইজও 32GB or 64GB একটা হলেই হয়। তবে ফোন কিনার সময় ROM টা অব্যশই বিশেষ করে Xiaomi
user রা আমি আবারো বলছি Xiaomi user রা অব্যশই ROM দেখে কিনবেন।
বাজারে তিন টাইপ এর ROM আছে ।
১.Developer ROM
২.Global ROM .
৩.Custom ROM .
Custom ROM অব্যশই কিনবেন না। Developer ROM ও খারাপ না। তবে গ্লোবাল ROM সব থাকে বেটার।
নেটওয়ার্কিং :
ফোন 4G সাপোর্টেড(LTE ) কিনা।সাপোর্টেড হলে ক্যাটাগরি লেভেল কত তা দেখে কিনবেন।
বাজারে CAT level 1,2,3.....CAT Level18 ফোন পাওয়া যায়।
ক্যাটাগরি লেভেল যত হাই ফোনে এ net speed (Upload /Download) স্পিড তাতো বেশি পাবেন।
(বিস্তারিত কমেন্ট এ)।
ব্যাটারি :
লিথিয়াম আয়ন অথবা লিথিয়াম পলিমার দুই টাইপ এর ব্যাটারি পাওয়া যায়।
দুই টাই ভালো তবে লিথিয়াম পলিমার একটু আপডেটেড।
কত মিলিম্পিয়ার ব্যাটারি নিবেন এটা নির্ভর করে আপনার ডিসপ্লে সাইজও এর উপর।
ডিসপ্লে সাইজ যত বেশি ব্যাটারি ও তাতো বেশি চাই। ৫.৭" up ডিসপ্লে এর জন্য 3400 mAh plus ব্যাটারী হলেই ভালো হয়।
এছাড়া কুইক চার্জিং আছে কিনা ,থাকলে কুইক চার্জিং কোনটি তা দেখে নিতে পারেন।
USB :
USB type -c পোর্ট কিনা এটা দেখে নিতেন পারেন।
প্রটেকশন :
gorilla glass ১,২,৩,৪,৫ যেটাই নিন না কেন প্রটেকশন same .
তবে গরিলা গ্লাস যত আপডেট গ্লাস তাতো পাতলা ফলে ফোন ততো slim হয়।
যারা একটু বেশি দাম দিয়া ফোন কিনবেন তারা ফোনটা IP certificted (ওয়াটার এন্ড ডাস্ট prove ) কিনা তা দেখে নিবেন।
IP এর আবার লেভেল আছে ,সর্বোচ্চ লেভেল IP 68.তাই IP 68 এর ফোন কিনার ট্রাই করবেন।
অপারেটিং সিস্টেম :
বর্তমানে Oreo Android 8.0 ভার্সন চলে। তবে 7.0.1 Nougat ভার্সন নিতে পারেন ,তবে এ ক্ষেত্রে এটি পরবর্তিতে update able কিনা তা দেখে নিতে পারেন। এছড়া প্রতিটা brand এর ফোন তাদের নিজস্ব কিছূ অপারেটিং সিস্টেম add করা থাকে। যেমন
HTC এর htc sense ,ওয়ান প্লাস এর Oxygen OS (global ),Hydrogen OS (china ),Vivo এর Fun touch,Oppo এর Color OS ,Xiaomi এর MIUI ,Huawei এর EMUI etc ।যে ফোন টাই কিনেন তাদের লেটেস্ট অপারেটিং সিস্টেম কোনটা তা দেখে নিবেন।
যেমন xiaomi এর লেটেস্ট ভার্সন হলো MIUI 9.0.
IMEI (*#06#) dial করে ফোন এর IMEI এর সাথে প্যাকেট এর গায়ে দোওয়া IMEI মিল আছে কিনা।ফোন Auntutu স্কোর কত ,ফোন এর হার্ডওয়্যার or সফটওয়্যার details.About ফোন এ গিয়ে Build Number উপর ৪/৫ টা পরপর ক্লিক করলে Developer option নামে একটা setting ওপেন হয় তা থাকে ফোন এর অনেক কিছু দেখে নিতে পারেন।
আপনার বাজেট প্লাস উপরোক্ত বিষয় গুলো মাথায় রেখে ফোন কিনলে আসা করি আপনার বাজেট এর ভিতর একটা ভালো স্মার্টফোন কিনতে পারবেন।
Thank You.

Post a Comment

0 Comments